শেয়ারবাজারে সূচকের বড় পতন
প্রকাশিত : ১৯:১৭, ৮ নভেম্বর ২০২১ | আপডেট: ১৯:৩৫, ৮ নভেম্বর ২০২১
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা তিন কার্যদিবস শেয়ারবাজারে সূচকের পতন হলো।
এদিন ডিএসই আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বাড়ছে। তবে ডিএসইতে লেনদেন হওয়া ৭৮ শতাংশ ও সিএসইতে ৭৭ শতাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.২৩ পয়েন্ট কমে ৬ হাজার ৭৯৯.৬৪ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে গত ২৫ অক্টোবর ডিএসইএক্স সূচক ১২০ পয়েন্ট কমে যায়।
ডিএসই-৩০ সূচক ১৫.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮৩.৬৮ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
ডিএসইএস সূচক ৬.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৭.৪৩ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
এদিন ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৯৫টির এবং অপরিবর্তিত আছে ২৬টির। দিন শেষে ডিএসইতে এদিন ১ হাজার ৭১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭৩ কোটি টাকা কম।
অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ১২৮.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৯৩৩.৩২ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে ২৫ অক্টোবর সিএসইএক্স সূচক ২৩৭ পয়েন্ট কমে।
সার্বিক সিএএসপিআই সূচক ২১৫.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৮৬২.৯১ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
সিএসআই সূচক ৮.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৬.৮৩ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়ে।
সোমবার সিএসইতে ২৮২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত আছে ২৮টির। দিন শেষে সিএসইতে ৩৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ লাখ টাকা বেশি।
আরকে//
আরও পড়ুন